যদি বীমা গ্রাহক দূর্ঘটনার কারণে মৃত্যুবরন করেন তাহলে মৃত্যুর পরবর্তী ৯০ দিনের মধ্যে দাবী উত্থাপন করলে (প্রযোজনীয় কাগজপত্র প্রদান সাপেক্ষে) কোম্পানী মনোনীতককে মূল বীমা অংকের দ্বিগুণ পরিমান অর্থ পরিশোধ করা হবে। অপরদিকে যদি দূর্ঘটনাজনিত কারনে অঙ্গহানি হয় তা হলে ৯০ দিনের মধ্যে দাবী উত্থাপর করা হলে ক্ষতিপূরণের শিডিউল অনুযায়ী তা প্রদান করা হবে। এ সম্পর্কে পৃথকভাবে বীমা দলিলে বর্ণনা করা হয়েছে।