যদি বীমা গ্রাহক দূর্ঘটনার কারণে মৃত্যুবরন করেন তাহলে মৃত্যুর পরবর্তী ৯০ দিনের মধ্যে দাবী উত্থাপন করলে (প্রযোজনীয় কাগজপত্র প্রদান সাপেক্ষে) কোম্পানী মনোনীতককে মূল বীমা অংকের দ্বিগুণ পরিমান অর্থ পরিশোধ করা হবে। অপরদিকে যদি দূর্ঘটনাজনিত কারনে অঙ্গহানি হয় তা হলে ৯০ দিনের মধ্যে দাবী উত্থাপর করা হলে ক্ষতিপূরণের শিডিউল অনুযায়ী তা প্রদান করা হবে। এ সম্পর্কে পৃথকভাবে বীমা দলিলে বর্ণনা করা হয়েছে।, More...
যদি বীমা গ্রাহক দূর্ঘটনার কারণে মৃত্যুবরন করেন তাহলে মৃত্যুর পরবর্তী ৯০ দিনের মধ্যে দাবী উত্থাপন করলে (প্রযোজনীয় কাগজপত্র প্রদান সাপেক্ষে) কোম্পানী মনোনীতককে মূল বীমা অংকের দ্বিগুণ পরিমান অর্থ পরিশোধ করা হবে।, More...
যদি বীমা গ্রাহক দূর্ঘটনাজনিত কারনে মৃত্যু ও অঙ্গহানি হয় তা হলে ক্ষতিপূরণের শিডিউল অনুযায়ী মনোনীতককে তা প্রদান করা হবে। পলিসি চালু থাকা অবস্থায় দূর্ঘটনাজনিত কারনে কোন গ্রাহক হাসপতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করলে বর্ণিত শিডিউল অনুযায়ী মূল বীমা অংকের সর্বোচ্চ ১৫% প্রকৃত চিকিৎসা ব্যয় পরিশোধ করবেন। এই সহযোগী বীমা অংক সর্বোচ্চ ২০,০০,০০০/— (বিশ লক্ষ) টাকা এবং গৃহিনী ও ২৫ (পঁচিশ) বছরের নীচে গ্রাহকগণ সর্বোচ্চ ১০,০০,০০০/— (দশ লক্ষ) টাকা পর্যন্ত হতে পারবে।, More...
বীমার মেয়াদ পূর্তির পূর্বে প্রিমিয়াম দাতার অনাকাঙ্খিত মৃত্যু হলে অবশিষ্ট সময়ে মনোনীতককে বীমা অংকের ১% হারে মাসিক আর্থিক সুবিধা প্রদান করা হয়। এই সহযোগী বীমার অধীনে অক্ষমতার কভারেজ ৬০ (ষাট) এবং মৃত্যুর কভারেজ ৭০ (সত্তর) বছর বয়স পর্যন্ত প্রদান করা হয়।, More...
এ সহযোগী বীমার মেয়াদ শুরুর প্রথম ০৬ (ছয়) মাস অতিক্রান্তের পরে যদি বর্ণিত শিডিউলে উল্লেখিত রোগে আক্রান্ত হন তাহলে বীমা গ্রাহক এই সহযোগী বীমার সুবিধা পাবেন (প্রযোজনীয় কাগজপত্র প্রদান সাপেক্ষে)। এই সুবিধা বীমার মেয়াদের মধ্যে শুধুমাত্র একবারই প্রদান করা হয়। এটি মূল বীমা অংকের ৫০% অথবা কম বেশী হতে পারে, কিন্ত তা ০৫ (পাঁচ লক্ষ) টাকার বেশী হতে পারবে না। এ সম্পর্কে পৃথকভাবে বীমা দলিলে বর্ণনা করা হয়েছে।, More...
দূর্ঘটনা বা অসুস্থতাজনিত কারণে ছয় মাস (বর্ণিত শিডিউল অনুযায়ী) অতিক্রান্তের পর যদি কোন গ্রাহক পূর্নাঙ্গভাবে অক্ষম হয়ে যায়, তাহলে তার পরবর্তী সকল প্রিমিয়াম মওকুফ হয়ে যাবে। এছাড়াও বীমার মেয়াদ শেষে আকর্ষণীয় মুনাফাসহ বীমা অংক মনোনীতককে পরিশোধ করা হবে।, More...
Plus Content, More...