Email: info@alphalife.com.bd, Hot line: 01787683517 (Policy Service Department), 09678300200 (Ext-204,205,207) (Group Insurance) IP Phone : 09678300200 (Ext-100)

আলহামদুলিল্লাহ, অদ্য ১১ই জুন ২০২২ ইং রোজ শনিবার সারাদেশব্যপী "আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড" ইউনিট ম্যানেজারদের নিয়ে ১৩ টেরিটরির কিক অফ ট্রেনিং প্রোগ্রাম এর কক্সবাজার টেরিটরির প্রোগ্রামের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক জনাব নুরে আলম ছিদ্দিকী, অভি। প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং), জনাব শাহ আলম মামুন, ডিএমডি (অপারেশন), জনাব সায়ের আহমেদ সায়েদ, সেলস ম্যানেজার। প্রোগ্রামে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব কে এম শাহ নেওয়াজ, সেলস ম্যানেজার, কক্সবাজার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব নুরে আলম ছিদ্দিকী, অভি বলেন এই ট্রেনিং প্রোগ্রাম এর মাধ্যমে সারা বাংলাদেশে আলফা লাইফের প্রত্যেক ইউনিট ম্যানেজারদের যোগ্য কর্মী হিসাবে তৈরি করার প্রয়াস চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রোগ্রামে মনোমুগ্ধকর ট্রেনিং পরিচালনা করেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং)। সবশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা করেন।