Email: info@alphalife.com.bd, Hot line: 01787683517 (Policy Service Department), 09678300200 (Ext-204,205,207) (Group Insurance) IP Phone : 09678300200 (Ext-100)

আলহামদুলিল্লাহ, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর ‘‘বাজেট মিটিং-২০২৪’’ ০৫-০১-২০২৪ তারিখ থেকে ০৮-০১-২০২৪ইং তারিখ পর্যন্ত নেপালের পোখারায় অবস্থিত ঐতিহ্যবাহী একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সারাদেশের উন্নয়ন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত বাজেট মিটিং-২০২৪-এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি। আরোও উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং)।

এর আগে ০৫-০১-২০২৪ তারিখে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও স্যারের নের্তৃত্বে ৬৪ জনের একটি টিম নেপালের উদ্দেশ্যে রওনা করে এবং নেপালের দর্শনীয় স্থান পরিদর্শন করেন।