Email: info@alphalife.com.bd, Hot line: 01787683517 (Policy Service Department), 09678300200 (Ext-204,205,207) (Group Insurance) IP Phone : 09678300200 (Ext-100)

আলহামদুলিল্লাহ, অদ্য ২৮/১২/২০২৩ ইং আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর ১৪তম শরিয়াহ্ কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, শরীয়াহ্ কাউন্সিল এর মাননীয় চেয়ারম্যান, মুফতি মাওলানা মোঃ সাইফুল কাবির। সভায় উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব আলমগীর শামসুল আলামিন। এছাড়া আরোও উপস্থিত ছিলেন- (১) অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ, সদস্য সচিব, (২) প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ মাদানী, সদস্য, (৩) আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম, সদস্য, (৪) ড. মাওলানা মোঃ আবু ছালেহ পাটোয়ারী, সদস্য, (৫) হাফেজ আনোয়ারুল হক, মুরাকিব এবং (৬) কোম্পানীর চীফ ফাইনান্স অফিসার মোঃ আলমগীর আলম। শরিয়াহ্ কাউন্সিল সভার রিপোর্ট উপস্থাপন করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা, জনাব নুরে আলম ছিদ্দিকী অভি। এই সভায় শরীয়াহ ভিত্তিক কোম্পানী পরিচালনার সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। অতঃপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শরিয়াহ্ কাউন্সিল সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করা হয়।