Email: info@alphalife.com.bd, Hot line: 01787683517 (Policy Service Department), 09678300200 (Ext-204,205,207) (Group Insurance) IP Phone : 09678300200 (Ext-100)

আলহামদুলিল্লাহ, অদ্য ০৬/০৭/২০২৩ ইং রোজ ‘বৃহস্পতিবার’ এক আড়ম্বর আয়োজনের মাধ্যমে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ের সু-সজ্জিত সেমিনার কক্ষে মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং জুন-২০২৩ এবং ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী, অভি। আরও উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং) এবং জনাব মোহাম্মদ শাহ আলম মামুন, ডি.এম.ডি. (অপারেশন)।

অনুষ্ঠানে জুন-২০২৩ মাসের ব্যবসায়ীক প্রতিবেদন উপস্থাপন করা হয়। আল্লাহর অশেষ মেহেরবানীতে জুন-২০২৩ মাসে ১৫,১১,৬৩,৭৩০/- (পনের কোটি এগারো লক্ষ তেষট্টি হাজার সাতশত ত্রিশ) টাকার প্রিমিয়াম এবং ৫৪২১ (পাঁচ হাজার চারশত একুশ) টি নতুন পলিসি সংগৃহীত হয়।

অনুষ্ঠানে এসএম, এএসএম এবং বিএমদের মাঝে সর্ব্বোচ্চ ব্যবসা অর্জনকারী লিডারগণকে মাননীয় সিইও স্যার স্পেশাল পুরস্কার প্রদান করেন এবং ব্যবসায়ীক ধারাবাহিকতার জন্য মোঃ নুরুল হুদা সুজন (বিএম) কে ব্রান্ড নিউ গাড়ী প্রদান করেন।

সবশেষে সারা দেশ থেকে আগত লিডারদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।