Email: info@alphalife.com.bd, Hot line: 01787683517 (Policy Service Department), 09678300200 (Ext-204,205,207) (Group Insurance) IP Phone : 09678300200 (Ext-100)

আলহামদুলিল্লাহ, অদ্য ০৭-০২-২০২২ ইং রোজ সোমবার “আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড” এর ‘ময়মনসিংহ সেলস অফিস’ এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী, অভি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং), অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আবদুল মোমিন ভূইয়া, সেলস ম্যানেজার (ঢাকা)। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন জনাব মোঃ হাসান আলী, এসিসট্যান্ট সেলস ম্যানেজার (ময়মনসিংহ)। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব নুরে আলম ছিদ্দিকী, অভি বলেন, ময়মনসিংহ সেলস অফিস, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এর ব্যবসায়ীক সফলতার সর্ব্বোচ্চ ভূমিকা পালন করবে এবং ব্যবসায়ীক মান উন্নয়নে সচেষ্ট থাকবে, ইনশাআল্লাহ। উদ্বোধন অনুষ্ঠান শেষে একটি ট্রেনিং সেশন পরিচালনা করেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং)। সবশেষে সভাপতি জনাব মোঃ হাসান আলী, এসিসট্যান্ট সেলস ম্যানেজার (ময়মনসিংহ) প্রধান অতিথি এবং আমন্ত্রীত অতিথিদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্স