Email: info@alphalife.com.bd, Hot line: 01787683517 (Policy Service Department), 01325436075 (Group Insurance) IP Phone : 09666 400 200

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
বাংলাদেশের জীবন বীমার গতানুগতিক পদ্ধতির আমূল পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গঠন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অধীন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃর্পক্ষ থেকে ফেব্রুয়ারী ২৪,২০১৪ ইং তারিখে নিবন্ধন সনদ গ্রহন করে, যার নম্বর ১৩/২০১৪ইং এবং মে ২০১৪ইং তারিখ থেকে আনুষ্ঠানিক ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। এই কোম্পানি বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী এবং ধর্মানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত। কোম্পানীর পৃষ্ঠপোষকগণ নিজস্ব ব্যবসায়ের ক্ষেত্রে আস্থা অর্জন করে মার্কেটে প্রতিনিধিত্ব করছেন। তাদের ব্যবসায়িক কৌশল ও সুশাসনের জন্য এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি জীবন বীমা কোম্পানি অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবেই ব্যবসা পরিচালনার নবম বছরে পদার্পণ করা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গর্বের সাথে দাবি করতে পারে যে, এই প্রতিষ্ঠানটি গ্রাহক আস্থা অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সকল শ্রেণী পেশার লোকদেরকে উন্নত বিমা সুবিধার আওতায় নিয়ে আসতে সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা গ্রাহক এবং তাদের প্রিয়জনদের ভবিষ্যতের নিরাপত্তার বিধানের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা এবং মর্যাদার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাই, এটি আমাদের অঙ্গীকার। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে দেশের বীমা শিল্প চ্যালেঞ্জের মুখোমুখি অবস্থানে রয়েছে। মহামারির ভয়াবহতা উপেক্ষা করে বর্তমান ব্যবস্থাপনা পর্ষদের দক্ষ পরিচালনায় এবং মাঠ পর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে কোম্পানিটি ২০২০ইং সালে ১৯ কোটি টাকা ও ২০২১ইং সালে ৫২ কোটি টাকার মোট প্রিমিয়াম আয় সহ টেকসই গতি বজায় রেখেছে। গ্রাহকদের সকল প্রকার বীমা দাবী সঠিক সময়ে নিস্পত্তির জন্য অর্জিত প্রিমিয়াম সমুহ নির্ভরযোগ্য খাতে বিনিয়োগ করা হয়। এ প্রতিষ্ঠানটি সঠিক সময়ে সকল প্রকার বীমা দাবী নিস্পত্তি করেছে যা গ্রাহক মনে আত্নবিশ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি ও আমাদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকল গ্রাহকদের ধন্যবাদ জানাই তাদের মূল্যবান আস্থার জন্য। উন্নয়ন কর্মকর্তাদের ধন্যবাদ জানাই যারা সন্তোষজনক টেকসই ব্যবসা বৃদ্ধিতে কঠোর পরিশ্রম করেছেন এবং ডেস্ক কর্মকর্তাদের ধন্যবাদ জানাই যারা আমাদের লক্ষ্য অর্জনের জন্য সর্বদা নিবেদিত প্রান। আমাদের পরিচালনা পর্ষদ,সকল গ্রাহক, উন্নয়ন কর্মকর্তা ও ডেস্ক কর্মকর্তা মিলে আলফা পরিবার। আপনাদের সকলের আশীর্বাদে ও সহযোগীতায় আমরা যে চারা রোপণ করেছি তা একদিন বিশাল বৃক্ষ হয়ে উঠবে। যার ছায়ায় আলফা পরিবার প্রতিটি প্রতিকূলতা মোকাবেলার শক্তি ও সাহস পাবে ইনশা—আল্লাহ।

 

আলমগীর শামসুল আলামিন
চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ
আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড